মনিশংকরের পরিবার এগিয়ে এলো ক্রিকেটে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা,২০ ডিসেম্বর।।দুরন্ত উদ্যোগ। এলাকার ক্রিকেটারদের হাতে তুলে দিলেন খেলার জার্সি। উনি আর অন্য কেউ নন, ত্রিপুরা রণজি দলের তারকা অলরাউন্ডার মণিশঙ্কর মুড়াসিং এর বাবা ভাগ্যমণি মুড়াসিং। মঙ্গলবার বিকেলে নিজের এলাকার ক্লাব রেক্স ক্লাবের ক্রিকেটারদের হাতে তুলে দেন জার্সি। উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সাধুঅং মগ, অফিস ম্যানাজার কিশোর কুমার ভৌমিক সহ রেক্স ক্লাব ও অ্যাসোসিয়েশন কর্মকর্তা গন। প্রায় প্রতি বছরই শান্তিরবাজার স্কুলের ওই শারীরশিক্ষক এলাকার খেলোয়াড়দের সরঞ্জাম দিয়ে থাকেন। এবার তা থেকে পিছিয়ে যাননি। খেলার নতুন জার্সি পেয়ে খুশি খুদে ক্রিকেটাররাও। মহকুমা ক্রিকেট সংস্থার পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয় ভাগ্যমণি মুড়াসিং-‌কে।