বিদর্ভ-২৬৪
ত্রিপুরা-৩/০
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।।ঘরের মাঠের অল্প রানে গুটিয়ে যায় বিদর্ভ। অজয় সরকারের বিধ্বংসী বোলিংয়ের সৌজন্যে। ত্রিপুরা এখন তাকিয়ে থাকবে ব্যাটসম্যানদের দিকে। বোলাররা নিজেদের দাযিত্ব যথাযথ পালন করেছেন। এখন ব্যাটসম্যানরা নিজেদের দাযিত্ব পালন করতে পারলেই চালকের আসনে থাকবে ত্রিপুরা। নাগপুরে অনুষ্ঠিত রণজি ট্রফি ক্রিকেটে। ওই রাজ্যের ভি সি এ স্টেডিয়ামে প্রথম দিনের শেষে বিদর্ভের গড়া ২৬৪ রানের জবাবে ত্রিপুরা কোনও উইকেট না হারিয়ে ৩ রান করে। রাজ্যদলের স্পিডস্টার অজয় সরকার ৬ উইকেট পেয়েছেন। এখনও ত্রিপুরা পিছিয়ে ২৬১ রানে। রাজ্যদলের যে ব্যাটিং গভীরতা, ব্যাটসম্যান-রা যদি দায়িত্ব নিয়ে উইকেটে টিকে থাকার মানসিকতা দেখাতে পারে তাহলে অবশ্যই লিড নিতে পারবে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শুকরুতেই চাপে পড়ে যায় স্বাগতিক দল। দলীয় ২০ রানে বিদর্ভ হারায় দলনায়ক এফ ফজলকে (১৮)। এ অবস্থায় এস রঙ্গাস্বামীর সঙ্গে রুখে দাড়ান অথর্ব টাইডে। ওই জুটি প্রতিরোধ গড়ে তুলেন। দ্বিতীয় উইকেটে ওই জুটি ১৬৪ বল খেলে যোগ করেন ৯৪ রান। রাঙ্গাস্বামী ১০৯ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩৯ এবং অথর্ব ৮৩ বল খেলে ১১টি বাউন্ডারির সাহায্যে ৫৩ রান করেন। ওই দুইজন আউট হতেই ত্রিপুরার বোলারদের সাড়াশি আক্রমণের মুখি ক্রমাগত উইকেট হারাতে থাকে বিদর্ভ।দল ৮৩.৩ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৬৪ রান করতে সক্ষম হয়। এছাড়া দলের পক্ষে এ ওয়াদকর ৪৮ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭, এ সারভাটে ৭৩ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং এ ওয়াখারে ৫১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। ত্রিপুরার পক্ষে অজয় সরকার (৬/৭৪) এবং রজত দে (২/১৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে ত্রিপুরা ২ ওভার ব্যাট করে কোনও উইকেট না হারিয়ে ৩ রান করে। বিক্রম দাস ৩ বল খেলে ৩ রানে এবং বিশাল ৯ বল খেলে কোনও রান না করে উইকেট টিকে রয়েছেন। লিড নিতে হলে আজ দ্বিতীয় দিনে ত্রিপুরার দুই ওপেনারকে বড় ইনিংস খেলতে হবে। আর তা করতে পারলেই সুবিধে জনক জায়গায় চলে যাবে ত্রিপুরা।

