নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): বাজরা দিয়ে তৈরি খাবার খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দুপুরে বাজরা দিয়ে তৈরি খাবার খেয়ে মধ্যাহ্নভোজ সারেন প্রধানমন্ত্রী। একই খাবার খেয়েছেন সাংসদরাও। “বাজরা বছর ২০২৩” উপলক্ষ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের আয়োজনে মঙ্গলবার দুপুরে বাজরা দিয়ে খাবার খান প্রধানমন্ত্রী ও অন্যান্য সাংসদরা।
অনুষ্ঠানে প্রায় ৪০ মিনিট উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। মোদীর সঙ্গে বসে বাজরা দিয়ে তৈরি খাবার খেয়েছেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উপ-রাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখর, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌরা। একই খাবার খেয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও।

