ঝাড়্গ্রাম, ১৯ ডিসেম্বর ( হি. স.) : গলায় ফাঁস লাগানো অবস্থায় একই গাছে প্রেমিক যুগলের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। এই ঘটনাটি ঘটেছে সোমবার সকালে নয়াগ্রাম থানার খড়িকামাথানী মার্কেট কমপ্লেক্স সংলগ্ন জঙ্গলে এলাকায়। এদিন সকালে স্থানীয় বাসিন্দার প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে।পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।
পুলিশ জানিয়েছে মৃত প্রেমিকের নাম সঞ্জয় মল্লকি (২৫)। বাড়ি সাঁকরাইল থানার কুস্তড়িয়া গ্রামে, মৃত প্রেমিকার বয়স (১৬) বাড়ি ওই থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৯ দিন আগে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে। যেহেতু কিশোরীর বয়স ১৬ বছর তাই পরিবারের লোকজনেরা বাড়ি থেকে মেনে নেয়নি। যার ফলে দুই প্রেমিক যুগল বাড়ি থেকে পালিয়ে যায়। পরে ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে সাঁকরাইল থানায় গত ১৪ ডিসেম্বর লিখিত ভাবে নিখোঁজের অভিযোগ দায়ের করেন। এরপর পরিবারের লোকজনের জানতে পারেন তারা নয়াগ্রাম থানার খড়িকামাথানী এলাকায় রয়েছে। রবিবার বিকেলে মেয়ের পরিবারের লোকজনেরা খড়িকামাথানী এলাকায় পৌছালে দুই প্রেমিক যুগল মার্কেট কমপ্লেক্সের পাশে জঙ্গলে ঢুকে যায়। পরে এদিন সকালে একটি গাছে ঝুলন্ত দুই প্রেমিক যুগলের মৃতদেহ দেখতে পান স্থানীয় মানুষজনেরা। এবিষয়ে গোপীবল্লভপুরের এসডিপিও মাকওয়ানা মিত কুমার সঞ্জয় বলেন ” এদিন নায়গ্রামে ছেলে মেয়েদের দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি আত্মহত্যা। ১৪ ডিসেম্বর নায়াগ্রাম থানায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছিল। কেন এই ঘটনা পুলিশ তদন্ত করছে।”