বিশ্বকাপ ফাইনালের রাতে চলল গুলি, চাঞ্চল্য মেদিনীপুরে

কলকাতা, ১৯ ডিসেম্বর (হি.স.): ফুটবল বিশ্বকাপ ফাইনালের রাতে মেদিনীপুরে চলল গুলি৷ শহরের মিত্র কম্পাউন্ডে ঘটনাটি ঘটেছে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহরজুড়ে ।

জানা গিয়েছে এদিন টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যেই আসে দুষ্কৃতীরা৷ আর টাকা না-পেয়েই শূন্যে গুলি চালায় তারা। এই ঘটনায় অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।
জানা গিয়েছে, রবিবার রাতে প্রতিদিনের মত টাকা কালেকশন করে বাড়ি ফিরছিলেন বছর ২৫-এর রাজীব দাস। তাঁর অভিযোগ, ঠিক তখনই মেদিনীপুর স্টেশন সংলগ্ন মিত্র কম্পাউন্ড এর কাছে পিছন দিক থেকে তিন দুষ্কৃতী তাঁকে মারধর করে। তাঁর কাছ থেকে টাকার ব্যাগ-সহ যাবতীয় জিনিস নিয়ে নেওয়ার চেষ্টা করেন। রাজীব টাকার ব্যাগ দিতে না-চাওয়ায় শূন্যে গুলি চালায় দুষ্কৃতীরা। এরপরই স্থানীয়রা বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

এরপর ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ এসে পৌঁছয় এলাকায়। তারা এলাকার স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে৷ লিখিত অভিযোগ পাওয়ার পরে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। সোমবার সকালে একপ্রস্থ তল্লাশি চালায় পুলিশ। তবে এখনও পর্যন্ত দুষ্কৃতীরা অধরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *