লখনউ, ১৯ ডিসেম্বর (হি.স.): পুরো উত্তর ভারত জুড়ে চলছে শীতের দাপট। শীতে কাঁপছে দিল্লি। এই শীতের দাপট আরও কয়েকটা দিন চলবে। শীতের মধ্যেই ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়েছে রাজধানী ও উত্তর প্রদেশে। সোমবার সকালে উত্তর প্রদেশে গাজিয়াবাদ, মোরাদাবাদ, হাপুর-সহ সর্বত্রই ছিল কুয়াশার দাপট।
ঘন কুয়াশার কারণে উত্তর প্রদেশজুড়ে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। গাজিয়াবাদে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস ও মোরাদাবাদে ৮ ডিগ্রি সেলসিয়াস। দৃশ্যমানতার অভাবে এদিন সকালে উত্তর প্রদেশের হাপুরে হাইওয়ের ওপর ১২টি গাড়ির একে-অপরের মধ্যে সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ১০-১৫ জন আহত হয়েছেন।