ঘন কুয়াশায় দৃশ্যমানতা তলানিতে, দিল্লিতে রেল ও সড়কপথে ভোগান্তি

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল রাজধানী দিল্লি। সোমবার সকালে দিল্লি-এনসিআর-এ ঘন কুয়াশার আস্তরণ ছিল, কুয়াশার কারণে দৃশ্যমানতা তলানিতে পৌঁছে যাওয়ায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। সড়কপথেও ভোগান্তির শিকার হয়েছেন গাড়ির চালকরা। এই মরসুমের প্রথম ঘন কুয়াশায় দৃশ্যমানতা তলানিতে পৌঁছে যায় দিল্লিতে, দৃশ্যমানতা ১৫০ মিটারে নেমে আসে, এর ফলে সড়ক ও রেল ট্রাফিক চলাচল প্রভাবিত হয়েছে।

প্রায় ২০টি ট্রেন ১৫ মিনিট থেকে ২ ঘন্টা বিলম্বিত হয়েছে। উত্তর রেলের একজন মুখপাত্র জানিয়েছেন, কুয়াশার কারণে সোমবার ট্রেন চলাচল প্রভাবিত হয়েছে। আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। এই ধরনের পরিস্থিতিতে গতি বিধিনিষেধ জারি করা হয়। নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। ঘন কুয়াশার কারণে এদিন সকালে দিল্লিতে ছিল ধোঁয়াশা, স্পষ্টভাবে দূরের জিনিস দেখা যাচ্ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *