অমরপুরে ক্রিকেট, বিধ্বংসী আদিত্য জয়ী ইংলিশ মিডিয়াম স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর।। জয় পেলো অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুল। ২৮ রানে পরাজিত করলো অমরপুর স্কুলকে। দলনায়ক আদিত্য সাহা-‌র দুরন্ত বোলিংয়ে জয় পেলো অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুল। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। চন্ডিবাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুল টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নির্ধারিত ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। দল সর্বোচ্চ ৭১ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে শান্ত ঘোষ ৫২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৯ (‌অপ:‌) এবং উদয়ন পাল ৬১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে। অমরপুর স্কুল‌এর পক্ষে খাপেন্দ্র রিয়াং (‌২/‌৩২)‌ সফল বোলার। জবাবে খেলতে নেমে অমরপুর স্কুল‌ ১২১ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ৩৩ রান পায় অতিরিক্ত  খাতে। এছাড়া দলের পক্ষে মনোমোহন জয় রিয়াং ৬২ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭, শায়ন দাস ৫৮ বল খেলে ১৮ এবং অভিজিৎ ঘোষ ২২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে দলনায়ক আদিত্য সাহা (‌৫/‌১৬) এবং বিরাজ দেব (‌২‌/‌৩৯) সফল বোলার।‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *