BRAKING NEWS

বিজয় মার্চেন্টে এম.পি’র বিশাল স্কোর, কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর।। প্রতিপক্ষের পাহাড় প্রমাণ স্কোর। তার অর্থ ত্রিপুরা দল যেন আরো একটি পরাজয়ের প্রহর গুনতে শুরু করেছে। মোট কথা ত্রিপুরা দলের সামনে আরও একটি পরাজয় অপেক্ষা করছে জাতীয় ক্রিকেট আসরে। বিজয় মার্চেন্ট ট্রফির তিন দিবসীয় ম্যাচ খেলা হচ্ছে সুরাটে। গ্রুপ লীগের চতুর্থ ম্যাচে ত্রিপুরা বনাম মধ্যপ্রদেশের খেলা আজ, শুক্রবার থেকে শুরু হয়েছে। প্রথম দিনে মধ্যপ্রদেশ এতটাই ব্যাটিং দাপট দেখিয়েছে। মহারাষ্ট্রের মতো মধ্যপ্রদেশও ত্রিপুরাকে ইনিংস সহ পরাজিত করে কিনা সেটাই এখন দেখার বিষয়। সবাই তো আর রিয়াদের মতো নয়। রাকেশ রুদ্র পালকে ১২ ওভার বল করে ৮২ রান দিতে হয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ত্রিপুরার ছেলেমেয়েদের কম বয়স থেকেই তিন- চার দিনের ম্যাচ খেলার লাগাতর প্র্যাকটিস করানো আবশ্যক। তাতে আশা করা যায় রাজ্য দল কিছুটা সাফল্য পেতে শুরু করবে। সুরাটের সি কে পিঠাওয়ালা গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস দিতে মধ্যপ্রদেশ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। দলীয় ১৪ রানের মাথায় শুভজিৎ এর দ্বিতীয় ওভারে চতুর্থ ও ষষ্ঠ বলে পরপর দুজনকে আউট করে প্যাভেলিয়নে ফেরত পাঠালেও ওপেনার আরিয়ান কুশাউ একাই যেন একশ’। সত্যি হলো তাই, দিনভর টিকে থেকে ব্যাট চালিয়ে মধ্যপ্রদেশ ৮৮ ওভার ৩ বল খেলে ৩৮০ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। দলের পক্ষে ওপেনার আরিয়ানের ১৫৬ রান, অধিনায়ক মানাল চৌহান এর ৮৯ রান এবং স্পর্শ ধাকরের ৪২ রান উল্লেখযোগ্য। ত্রিপুরার রিয়াদ হোসেন পাঁচটি উইকেট তুলে নিয়েছে ১১১ রানের বিনিময়ে। এছাড়া শুভজিৎ দাস ও সৌরদীপ দেববর্মা দুটি করে এবং অভিক পাল পেয়েছে একটি উইকেট। পাহাড় প্রমাণ রানের স্কোর দেখে ত্রিপুরার ব্যাটসম্যানরা আগামীকাল দিনের শুরুতে ব্যাটিং কেমন করে তাই এখন দেখার বিষয়। সংক্ষিপ্ত স্কোর: মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে ৩৮০ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *