উদয়পুরে জং ধরা গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ উদয়পুরের জেলা আদালত সংলগ্ণ জেল রোড এলাকা থেকে উদ্ধার হল একটি গ্রেনেড৷ জানা যায় এইদিন বিকালে স্থানীয়রা প্রথমে গ্রেনেডটি দেখতে পায়৷ সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে৷
মন্দিরনগরী উদয়পুরের জেলা আদালত সংলগ্ণ জেল রোড এলাকা থেকে উদ্ধার হল একটি গ্রেনেড৷ জানা যায় এইদিন বিকালে স্থানীয়রা প্রথমে গ্রেনেডটি দেখতে পায়৷ সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে৷ এক এক করে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত ও জেলা পুলিশ সুপার৷ পরে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেনসিক বিশেষজ্ঞদের৷ জেলা পুলিশ সুপার জানান এইদিন একটি গ্রেনেড উদ্ধার হয়েছে৷ গ্রেনেডটি বহু দিনের পুরানো৷ তবে ঠিক কত দিনের পুরানো তা তিনি বলতে পারেননি৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ তবে উদয়পুরের জেলা আদালত সংলগ্ণ জেল রোড এলাকায় কি করে এই গ্রেনেড এসেছে তা তদন্ত করে দেখছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *