দুর্গাপুরে জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ যুবকের মৃতদেহ

দুর্গাপুর, ১৫ ডিসেম্বর (হি. স.) : পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কলোনির পাশের জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ যুবকের মৃতদেহ। বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন। পরিবারের তরফে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই স্টেট ব্যাঙ্কের সি-জোন শাখার বিপরীতে জঙ্গল থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৮ তারিখ থেকে নিখোঁজ ছিল দুর্গাপুর থানার তালতলা বস্তি এলাকার বছর ২০ বছরের রাহুল পাসওয়ান। দুর্গাপুর থানায় নিখোঁজ অভিযোগও দায়ের করেছিলেন পরিবারের সদস্যরা । বৃহস্পতিবার সকালে সি-জোন এলাকার বাসিন্দারা রাস্তার পাশের জঙ্গলে এক যুবককে পড়ে থাকতে দেখে খবর দেয় পুলিশকে। মৃত যুবকের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে রাহুলকে শণাক্ত করেন। দুর্গাপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ আপাতত এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুরন কোনও শত্রুতার জেরেই খুন করা হয়েছে ওই যুবককে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। কেন কীভাবে মৃত্যু, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।