নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): বিগত ৩ বছরে কাশ্মীর উপত্যকায় খুন হয়েছেন ৯ জন কাশ্মীরি পণ্ডিত। ২০২০-২০২২ সালের মধ্যে খুন হয়েছেন কাশ্মীরি রাজপুত সম্প্রদায়েরও একজন সদস্য। বুধবার রাজ্যসভায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
এদিন লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, ২০২০ সালে একজন কাশ্মীরি পণ্ডিতের মৃত্যু হয়েছিল, ২০২১ সালে এই সংখ্যা ছিল ৪ এবং ২০২২ সালে এই সংখ্যা ছিল ৪। অর্থাৎ বিগত তিন বছরে ৯ জন কাশ্মীরি পণ্ডিতের মৃত্যু হয়েছে।