শরদ পওয়ারকে খুনের হুমকি

মুম্বই, ১৩ ডিসেম্বর (হি.স.) : ফোনে এনসিপি প্রধান শরদ পওয়ারকে খুনের হুমকি। মুম্বইয়ে তাঁর বাসভবনে ফোন করে তাঁকে গুলি করে খুনের হুমকি দেওয়া হয়েছে। কে বা কারা তাঁকে মারার হুমকি দিয়েছে, খতিয়ে দেখছে পুলিশ।

মুম্বই পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি বর্ষীয়ান রাজনীতিবিদকে হিন্দিতে হুমকি দিয়েছে। ফোন করেছিলেন যিনি, তাঁকে চিহ্নিত করা গিয়েছে। সে বিহারের বাসিন্দা, ওই ব্যক্তি আগেও পওয়ারকে একইভাবে ফোনে খুনের হুমকি দিয়েছিলেন। সেই সময় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তারপর সে মুক্তি পেয়েছে। পুলিশ ফের একই অভিযোগে তাঁকে গ্রেফতার করবে। এই হুমকি ফোনের অভিযোগ পেয়েই গামদেবী থানা একটি মামলা রুজু করে তদন্তের কাজ শুরু করে দিয়েছে।

এর আগে শিবসেনা নেতা সঞ্জয় রাউতকেও একইভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। সেই কারণেই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে মুম্বাই পুলিশ।–