হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রিত্বের দাবি থেকে সরে দাঁড়ালেন বীরভদ্র পত্নী প্রতিভা সিং

শিমলা, ১০ ডিসেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দাবি থেকে সরে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা সিং। শনিবার দুপুরেই তিনি কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন, পাহাড়ি রাজ্যে তিনি সংগঠনকে চাঙা করার কাজেই মনোনিবেশ করতে চান। প্রতিভা সিং সরে দাঁড়ানোয় হিমাচলের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুখবিন্দর সিং সুকু।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে বিজেপিকে হারিয়ে পাঁচ বছর বাদে হিমাচলের ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। ৬৮ আসন বিশিষ্ট বিধানসভায় ৪০ আসন পেয়েছে শতাব্দী প্রাচীন দল। কিন্তু সরকারের মুখ কে হবে তা ঠিক করতে হিমশিম খাচ্ছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। দলনেতা ঠিক করতে শুক্রবারই সিমলায় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন দলের পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়া রাজীব শুক্লা-ভূপেশ বাঘেলরা। যদিও কয়েক ঘন্টার বৈঠকেও সিদ্ধান্ত নেওয়া যায়নি। গতকাল দফায় দফায় প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা সিংয়ের অনুগামীরা তাঁকে মুখ্যমন্ত্রী করতে হবে বলে দাবি জানাতে থাকে । শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বকেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছাড়েন কংগ্রেস বিধায়করা। তবে শেষমেশ নিবনির্বাচিত বিধায়কদের অধিকাংশের সমর্থন না থাকায় মুখ্যমন্ত্রীর দাবি থেকে সরে দাঁড়ালেন বীরভদ্র সিংয়ের পত্নী প্রতিভা সিং।

সূত্রের খবর, কংগ্রেসের নব নির্বাচিত বিধায়কদের ২৫ জনই মুখ্যমন্ত্রী হিসেবে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুখবিন্দর সিং সুকুকে চান। যদিও পাঁচ বছর বাদে রাজ্যে দলের ক্ষমতায় ফেরার পিছনে তাঁর স্বামী প্রয়াত বীরভদ্র সিংয়ের যথেষ্ট অবদান রয়েছে বলে দাবি করে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার আগ্রহ প্রকাশ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা সিং। কিন্তু সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে তিনি না লড়ায় মুখ্যমন্ত্রী হলে তাঁকে ছয় মাসের মধ্যে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে আসতে হবে। সেই ঝুঁকি নিতে রাজি নন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।