হাইলাকান্দি (অসম), ১০ ডিসেম্বর (হি.স.) : আগামী সোমবার ১২ ডিসেম্বর অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়ায় ইউনাইটেড ডেমোক্র্যাটিক লিবারেশন ফ্রন্ট অব বরাকভ্যালি এবং ব্রু রিভলিউশনারি আর্মি অব ইউনিয়ন-এর প্রাক্তন ও বর্তমান মিলিয়ে মোট ১,১৭৯ জঙ্গি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরে আসবে।
বিশ্বস্ত এক সূত্রে প্রাপ্ত খবরে প্রকাশ, আগামী সোমবার যে সব জঙ্গি আত্মসমর্পণ করবে তাদের মধ্যে ইউডিএলএফ গোষ্ঠীর ৫৪৫ জন এবং ব্রু গোষ্ঠীর ৬৩৪ জন সদস্য রয়েছে। এরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, এম ১৬ রাইফেল, পিস্তল সহ ২৫০টির বেশি আগ্নেয়াস্ত্র পুলিশের হাতে তুলে দেবে।
জানা গেছে, কাটলিছড়ায় চালমার্স হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে আয়োজিত অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি, মন্ত্রী পীযূষ হাজরিকা সহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন।

