২০২৩ সালের ১৫ আগস্টের মধ্যে দেশে খোলা হবে এক হাজার খেলো ইন্ডিয়া কেন্দ্র : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): লোকসভায় বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। শুক্রবার লোকসভায় তিনি বলেছেন, ২০২৩ সালের ১৫ আগস্টের মধ্যে দেশে খোলা হবে এক হাজার খেলো ইন্ডিয়া কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, এই এক হাজার কেন্দ্রের মধ্যে ৭৩৩টি কেন্দ্র ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে।

এদিন লোকসভায় অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, চলতি বছর ২১টি ক্রীড়া শাখায় ৩৯৮ জন কোচ নিয়োগ করা হয়েছে। খেলাধুলার প্রসারে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।