নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ বৃহস্পতিবার যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের প্রয়াণ দিবস৷ এদিন প্রদেশ কংগ্রেস ভবনের আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সদর জেলা কমিটির সভাপতি সুব্রত সিংহ সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ আয়োজিত স্মরণ সভায় শচীন লাল সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়৷ সদর জেলা কংগ্রেস সভাপতি জানান, শচীন্দ্র লাল সিং ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন৷ জাতি জনজাতির নেতা ছিলেন তিনি৷ বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদান ছিল তাঁর৷
2022-12-08

