গুজরাটে ৭১টি আসনে জয় বিজেপির; এগিয়ে ৮৭টিতে, ধরাশায়ী কংগ্রেস জিতল ৬টি ও ১০টিতে এগিয়ে

শিমলা, ৮ ডিসেম্বর (হি.স.): হিমাচল প্রদেশে জয়ের পথে কংগ্রেস, পার্বত্য এই রাজ্য হাতছাড়া হল বিজেপির। বিকেল ৩.৩০ মিনিটে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৬৮টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছে ১৬টি আসনে, এগিয়ে রয়েছে ২৩টি আসনে, ১৩টি আসনে জয় ও ১৩টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। নির্দল ৩টি আসনে জিতেছে। ৬৮ আসনের হিমাচলে সরকার গড়ার জন্য দরকার ন্যূনতম ৩৫টি আসন। সেই সংখ্যা এখন কংগ্রেসের হাতে। এখনও পর্যন্ত ৩২টি আসনের পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হয়েছে।

গত বারের ফল অনুযায়ী, সেবার বিজেপি পেয়েছিল ৪৪টি আসন। বিরোধী কংগ্রেস পায় ২১টি আসন। সিপিএম পেয়েছিল ১টি আসন এবং নির্দল প্রার্থীরা জিতেছিলেন ২টি আসনে। হিমাচল প্রদেশে গণনার শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয় বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। কিন্তু, বেলা এগারোটার পর থেকেই বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে যেতে থাকে কংগ্রেস। ৬৮টি আসনের মধ্যে ১৩টিতে জয় ও ১৩টি আসনে বিজেপি এগিয়ে থাকলেও, কংগ্রেসের দখলে রয়েছে ৩৯টি আসন। এর মধ্যে ১৩টিতে ইতিমধ্যেই জিতে গিয়েছে রাহুল গান্ধীর দল।