পূজার হাত ধরে বাইখোড়া স্কুল জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।।জয়ে ফিরলো বাইখোড়া স্কুল। প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর মঙ্গলবার বাইখোড়া স্কুল পরাজিত করে উত্তর তাউখোমা স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত মহিলা ক্রিকেটে। বাইখোড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাইখোড়া স্কুল জয়লাভ করে ৪ উইকেটে। প্রথমে ব্যাট নিয়ে তাউখোমা স্কুলের গড়া ৯২ রানের জবাবে বাইখোড়া স্কুল ২২.‌৩ ওভার বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের পূজা দাস ৫ উইকেট পেয়েছেন। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে উত্তর তাউখোমা স্কুল ৩২.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯২ রান করতে সক্ষম হয়। অতিরিক্ত খাতে সর্বোচ্চ ৪৭ রান দলকে কিছুটা লড়াই করার স্কোর গড়াতে সাহায্য করে। এছাড়া দলের পক্ষে একমাত্র রেশ্মি নোয়াতিয়া দুই অঙ্কের রানে পা রাখে। রেশ্মি ৪৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দলের আরও কোনও ব্যাটসম্যান ২২ গজে রুখে দাড়াতে পারেননি। বাইখোড়া স্কুলের পক্ষে পূজা দাস (‌৫/‌২২) এবং অঙ্কিতা পাটারি (‌২/‌১৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে বাইখোড়া স্কুল‌‌ ২২.‌৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়।দলের পক্ষে অনণ্যা দেবনাথ ২৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং অ্যাঞ্জেল পাল ৩৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। উত্তর তাউখোমা স্কুলের পক্ষে মমিতা নোয়াতিয়া (‌২/‌৮) এবং রেশ্মি নোয়াতিয়া (‌২/‌২১) উইকেটে পেয়েছে।‌‌