শ্রীমনের নেতৃত্বেকে বি আই ‘‌এ’

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।।মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত ছোটদের (‌অনূর্ধ্ব-‌১৩) ক্রিকেট শুরু আজ থেকে। উদ্বোধনী ম্যাচে কে বি আই সি সি  ‘‌‌বি’‌ দল খেলবে জামজুরি সি সি-‌র বিরুদ্ধে। কে বি আই মাঠে হবে ম্যাচটি। এদিকে গেলোবারের চ্যাম্পিয়ন কে বি আই সি সি ‘‌এ’‌‌‌ দল এবারও খেতাব জয়ের অন্যতম দাবিদার। এবছর দলকে নেতৃত্ব দেবে শ্রীমন দেবনাথ। কোচ শিব শঙ্কর দেবনাথের তত্বাবধানে কে বি আই মাঠেই চলছে জোড়কদমে দলের অনুশীলন। একঝঁাক খুদে প্রতিভাবান ক্রিকেটার নিয়ে এবছর কে বি আই সি সি ‘‌এ’ দল গড়া হয়েছে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং-‌ শিব শঙ্করের প্রশিক্ষণে তিন বিভাগেই প্রতিনিয়ত উন্নতি করে চলছে ওই খুদে ক্রিকেটাররা। মঙ্গলবার অনুশীলনের শেষে দলের কোচ বলেন,”আমার ছেলেরা যথেষ্ট প্রতিভাবান। খেলায় জয়-‌পরাজয় আছেই। তবে বিশ্বাস করি ছেলেরা ভালো খেলে সকলের মন জয় করে নেবে”। আসর শুরুর আগে বেশ কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলে ক্রিকেটাররা নিজেদের মনোবল বাড়িয়ে নিয়েছে। কে বি আই সি সি ‘‌এ’ দল:‌শ্রীমন দেবনাথ (‌অধিনায়ক), সুরজিৎ দেবনাথ, রাজদ্বীপ ঘোষ, সাহিন হুসেন পোদ্দার, মর্জি হুসেন, বিধরীত বৈদ্য, সোমদেব শীল, শ্রীশান্ত দাস, নিলয় দাস, মনিষ মজুমদার, জ্যাকসন ত্রিপুরা এবং অর্কদ্যুতি রায়। ‌‌