বড়দিন নিয়ে বিরোধীদের অভিযোগ খণ্ডন করলেন যোশী, বললেন ২৪ ও ২৫ ডিসেম্বর ছুটি থাকছে

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): বড়দিন নিয়ে বিরোধীদের যাবতীয় অভিযোগ খণ্ডন করলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। মঙ্গলবার সর্বদলীয় বৈঠকের পর তিনি বলেছেন, ২৪ ও ২৫ ডিসেম্বর তো ছুটি থাকছে। সাধারণত সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয় নভেম্বরের তৃতীয় সপ্তাহে। ডিসেম্বরে বড়দিনের ঠিক আগেই তা শেষ করা হয়। গত বছর যেমন ২৯ নভেম্বর থেকে শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল। শেষ হয়েছিল ২৩ ডিসেম্বর। কিন্তু, এবার পিছিয়ে দেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত করা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন।

আর তাই নিয়েই প্রথম থেকেই প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস-সহ বিরোধীদের। মঙ্গলবার সর্বদলীয় বৈঠকের পর কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “হিন্দু এবং মুসলমানদের মতো, খ্রিস্টানদেরও নিজস্ব উৎসব রয়েছে, তাই তাঁদেরও উৎসব উদযাপন করার সুযোগ পাওয়া উচিত।” এ প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, “সর্বদলীয় বৈঠকে ৪৭টির মধ্যে ৩১টি দল অংশ নিয়েছে। বিরোধী দল থেকে কিছু পরামর্শ এসেছে এবং আমরা সেগুলি নোট করেছি। আমরা বড়দিন উপেক্ষা করছি এই অভিযোগের নিন্দা জানাই। ২৪ এবং ২৫ ডিসেম্বর ছুটি থাকবে।”