নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): জি-২০ গোষ্ঠীর সভাপতিত্বের জন্য ভারতকে অভিনন্দন জানিয়েছেন জার্মান বিদেশমন্ত্রী আনালেনা বেয়ারবক। সোমবার দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক যৌথ বিবৃতিতে তিনি বলেছেন, ভারতের জি-২০ প্রেসিডেন্সি এবং রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে আপনাদের প্রেসিডেন্সি আমাদের জি-৭ প্রেসিডেন্সির সঙ্গে ওভারল্যাপ করে। আমি জি-২০-র সভাপতিত্ব গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। এই কঠিন মুহুর্তে বিশ্বের দায়িত্ব গ্রহণ করছে ভারত।”
জার্মান বিদেশমন্ত্রী আনালেনা বেয়ারবক আরও জানিয়েছেন, আমি আনন্দিত যে ভারত ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত’ নীতির সঙ্গে জি-২০ সভাপতিত্বের সময় জলবায়ু সঙ্কট নিয়ন্ত্রণে বিশেষ মনোযোগ দিচ্ছে। এইভাবে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমাদের সাধারণ দায়িত্ব তুলে ধরছি।”

