ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর।।পূর্বোত্তর ভলিবল প্রতিযোগিতা ১৬-১৮ ডিসেম্বর। এবছর আসর হবে সিকিমে। আসরে অংশ নেওয়ার জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয় ত্রিপুরা দল। নির্বাচনী শিবিরে অংশ নিয়েছিলেন ২১ জন খেলোয়াড়। তাদের থেকে বাছাই করা হয় ১৫ জনকে। বাছাই করা খেলোয়াড়দের নিয়ে ১১-১৩ ডিসেম্বর হবে বিশেষ প্রশিক্ষণ শিবির। ১৪ ডিসেম্বর রওয়ানা হবে ত্রিপুরা দল। প্রসঙ্গত: এবারের আসরের প্রথম ৪ টি দল যথাক্রমে প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৮০, ৬০, ৪০ এবং ৩০ হাজার টাকা। নেপাল থেকেও একটি দল আসরে অংশ নেবে। রাজ্য ভলিবল সংস্থার কার্যকরি সচিব চন্দন সেন এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।