শিলচর (অসম), ৪ ডিসেম্বর (হি.স.) : কাছাড় জেলার শিলচরে নব নির্মিত একটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন শিলচরের সাংসদ ডঃ রাজদীপ রায় ।
পূর্ব সূচি অনুযায়ী আজ রবিবার শিলচরের বিধায়ক দিপায়ন দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে শিলচরের কালীবাড়ি চরে রবীন্দ্রনাথ একাডেমি স্কুলে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি উদ্বোধন করেন সাংসদ । জানা গেছে যে, শিলচর গ্রামীণ আইসিডিএস প্রকল্পের অধীনে কালীবাড়ি চরে রবীন্দ্রনাথ একাডেমি স্কুলে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ।

