দিল্লিতে বায়ুদূষণ বেড়েই চলেছে, গুণমান পৌঁছে গেল খুব খারাপ পর্যায়ে

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): শীতের আগমণের সঙ্গে সঙ্গে দিল্লির বাতাস ক্রমেই খারাপ হচ্ছে। রবিবার সকালে দিল্লির বাতাসের গুণগতমান বেড়ে ৪০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। এয়ার কোয়ালিটি বিভাগের আইএমডি বিজ্ঞানী ডঃ বিজয় সোনি বলেছেন, বাতাসের গতি মন্থর এবং মিশ্রিত স্তরের উচ্চতা হ্রাসের কারণে, দিল্লিতে বাতাসের গুণমান খারাপ হচ্ছে। রবিবার বাতাসের গুণগতমান ৪০০-এর কাছাকাছি ছিল, যা খারাপ পর্যায়ের মধ্যেই পড়ে।

আইএমডি বিজ্ঞানী ডঃ বিজয় সোনি বলেছেন, শনিবার সারাদিন ও রাতে দিল্লির বাতাসের গতি অত্যন্ত মন্থর ছিল, আর তাই রবিবার একধাক্কায় অনেকটাই বেড়েছে দূষণের পরিমান। ধীরে ধীরে দিল্লির হাওয়া ভালো হতে পারে বলেও তিনি জানিয়েছেন। আশা করা যেতে পেরে, সোমবার দিল্লির বাতাসে বায়ুদূষণ কিছুটা কম থাকবে।