ঘরে ঘরে বিজেপি অভিযান বিধায়িকা মিমি মজুমদার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ গত ২৭ নভেম্বর থেকে শুরু হয়েছে ঘর ঘর অভিযানের৷ রাজ্যব্যাপী চলছে এই অভিযান৷ শুক্রবার বাধারঘাট বিধানসভা কেন্দ্রে ঘর ঘর অভিযানে অংশ নেন বিধায়িকা মিমি মজুমদার৷ এই অভিযানের মাধ্যম বাড়ি বাড়ি যান তিনি৷ মানুষের সমস্যা গুলি সম্পর্কে অবগত হন৷ একই সঙ্গে তাদের বক্তব্যগুলিও শুনেন৷ অভিযানে বেড়িয়ে দারুন সাড়া পাচ্ছেন বলে জানান বিধায়িকা৷ বিজেপি সরকার হচ্ছে মানুষ বান্ধব সরকার৷ মানুষের পাশে থেকে উন্নয়ন ঘটাতে চাইছে৷ তাই মানুষের চাহিদাগুলি শুনে তা আগামী দিনে পূরণ করতে এই সরকার বদ্ধ পরিকর বলে জানান তিনি৷ তিনি আরও দাবী করেন মানুষ চাইছে রাজ্যে ফের একবার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হোক৷