নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ গীতা জয়ন্তী উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ইসকন মন্দির আগরতলা৷ শুক্রবার ইসকন মন্দিরে সাংবাদিক সম্মেলন করে জানান মন্দির কর্তৃপক্ষ৷ শনিবার সকাল থেকে শুরু হবে যজ্ঞ৷ একই সঙ্গে চলবে হরিনাম সংকীর্তন৷ পরে প্রদান করা হবে প্রসাদ৷ ডিসেম্বর মাস ব্যাপী রাজ্য জুরে গীতা জয়ন্তী উৎসব উপলক্ষে গীতা বিতরণ ও প্রচার সংগঠিত করা হবে৷ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে গীতা প্রচার ভ্যান গিয়ে প্রচার করবে বলে জানান মন্দির কর্তৃপক্ষ৷
2022-12-02

