নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ বিজেপির ঘর ঘর অভিযানের অঙ্গ হিসাবে শুক্রবার ১৮ সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের ডুকলী ৪৪নং ওয়ার্ডে বঙ্গেশ্বর পাড়ায় বাড়ি বাড়ি যান মন্ত্রী রামপ্রসাদ পাল৷ এদিনের জন সংযোগে মন্ত্রীর সঙ্গে ছিলেন মণ্ডল ও স্থানীয় নেতৃত্ব৷ বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলি সম্পর্কে অবগত করেন তিনি৷ একই সঙ্গে রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন৷ জনগণের বক্তব্য গুলি শুনেন তিনি৷ এই সমস্ত বক্তব্য আগামী দিনে সরকারের কাজে সহায়তা করবে বলে আশা ব্যক্ত করেন৷ ৩ ডিসেম্বর শেষ হচ্ছে ঘর ঘর অভিযান কর্মসূচীর৷
2022-12-02

