লখনও, ২ ডিসেম্বর (হি.স.) : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে জন্মদিনে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ।
শুক্রবার এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লেখেন, “বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা একজন দক্ষ সংগঠক, জনপ্রিয় রাজনীতিবিদ, অসংখ্য কর্মীদের অনুপ্রেরণার উৎসকে জন্মদিনের শুভেচ্ছা।
উপ-মুখ্যমন্ত্রী মৌর্য বলেন, বিশ্বের বৃহত্তম দল বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা, তিনি একজন বিনয়ী এবং পরিশ্রমী ব্যক্তি, গতিশীল বক্তা, দক্ষ সংগঠক এবং আমাদের সকল কর্মীদের অনুপ্রেরণার উৎস।