মুম্বই, ১ ডিসেম্বর (হি.স.) : চাঙ্গা শেয়ার বাজার। বৃহস্পতিবারও ফের শীর্ষে সূচক। উর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি। পরপর আট দিন উত্থান শেয়ার বাজারে।
এদিন সেনসেক্স উঠেছে ১৮৪.৫৪ পয়েন্ট বা ০.২৯ শতাংশ। বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৬৩,২৮৪.১৯ পয়েন্টে। যা সর্বকালীন রেকর্ড। এদিন নিফটি-র উত্থান ৫৪.১৫ পয়েন্ট বা ০.২৯ শতাংশ। দিনের শেষে নিফটি হয়েছে ১৮,৮১২.৫০ পয়েন্ট। এটিও সর্বকালীন রেকর্ডবলে জানা যাচ্ছে। নিফটি-ফিফটি-র ৫০টি কোম্পানির মধ্যে ২৭টি কোম্পানির অগ্ৰগতি হয়েছে আজ। তবে পিছিয়েছে ২৩টি কোম্পানি। এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০০০টি কোম্পানির মধ্যে ১২১৬টি বৃদ্ধির মুখ দেখেছে। কমেছে ৭৭১টি কোম্পানির শেয়ার দর।