কৈলাসহর হাসপাতালে বন্ধ্যাত্বকরণ নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷  বন্ধ্যাত্বকরণ শিবির ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় কৈলাশহর আর জি এম হাসপাতালে কৈলাশহর মহকুমার সকল আশা কর্মী ও কৈলাশহর মহকুমার বিভিন্ন সুকলের ছাত্রীদের নিয়ে৷
ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মিশন সহযোগিতায়  এই শিবির ও সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়৷  এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঙ্গচ্ঢঞ্জ শঙ্কু শুভ্র দেবনাথ , সন্দীপন ভট্টাচার্য ,কৈলাশহর পুরপরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়  সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা৷ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কৈলাশহর পুরপরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়৷ অনুষ্ঠান শেষে সারথি মিশন পরিবার বিকাশের একটি প্রচার গাড়ি কৈলাশহর আরজিএম হাসপাতালের সামনে থেকে  যাত্রা শুরু করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *