চাঁদা সংগ্রকে কেন্দ্র করে এসএফআই ও এভিবিপির সংঘর্ষে উত্তেজনা কৈলাসহর কলেজে, গুরুতর আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ মহাবিদ্যালয়ে চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ৷ ঘটনা সোমবার কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে৷ এর জেরে  কলেজ চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়ায়৷ পরিস্থিতি সামাল দিতে ডাকা  হয় পুলিশ৷ খবর পেয়ে ছুটে যায় ধ্রুব এসডিপিও ধ্রুব নাথ এবং ওসি বিজয় দাসের নেতৃত্বে পুলিশ এবং টি.এস.আর৷ জানা যায় এস এফ আই সমর্থকেরা  হায়দ্রাবাদে অনুষ্ঠিত সর্ব ভারতীয় সম্মেলনকে কেন্দ্র করে মহাবিদ্যালয়ে চাঁদা তুলছিল৷  মহাবিদ্যালয়ের অধ্যাপক এবং অধ্যাপিকাদের কাছ থেকে চাঁদা তুলছিল তারা৷ এতে বাঁধা দেয় এভিবিপি সমর্থিত  ছাত্র ছাত্রীরা৷ এতেই বাঁধে বিপত্তি৷ এস এফ আই সমর্থক দুই ছাত্রকে মারধোর করা হয় বলে অভিযোগ৷  বিষয়টি ভারপ্রাপ্ত অধ্যক্ষা  তৃষা মজুমদারের গোচরে নেয় এস এফ আই৷ এরপর  মহাবিদ্যালয়ে তীব্র উত্তেজনা দেখা দেয়৷  অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ- সমর্থিত ছাত্র ছাত্রীরা জানায় ২৫বছর বামফ্রন্ট-এর সরকার চলাকালীন এই ছাত্র সংগঠন মহাবিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে রেখছিলো৷ সামনেই ভোট৷  ভোট আসতেই তারা চাঁদা তোলা শুরু করেছে৷ কিসের জন্য চাঁদা তোলা হচ্ছে জিজ্ঞাসা করতেই আক্রমণ চালায়৷ পরে উল্টো কথা বলে মিথ্যা প্রচার চালাচ্ছে এস এফ আই৷  ভারপ্রাপ্ত অধ্যক্ষা তৃষা মজুমদার জানান দুই গোষ্ঠীর মধ্যে মারপিট হয়েছে৷ এদিন পুলিশ ধৈর্য্যের পরিচয় দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *