গুজরাটে আধাসামরিক বাহিনীর ক্যাম্পে এলোপাথাড়ি গুলিসহকর্মীর হাতে নিহত ২ জওয়ান

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.) : গুজরাতে আধাসামরিক বাহিনীর ক্যাম্পে চলল গুলি। সহকর্মীর ছোড়া গুলিতে দু’জন জওয়ান নিহত হয়েছেন বলে খবর। আহত আরও দু’জন।

নির্বাচনী দায়িত্বের বাসে আইআরবি কনস্টেবলদের মধ্যে একটি ঝগড়া শুরু হয় যার সময় একজন গুলি চালালে দুই কনস্টেবল মারা যায় এবং দুইজন আহত হয়। আহতদের চিকিৎসার জন্য পোরবন্দরের ভবসিংহজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আগামী মাসে গুজরাতে ভোট। তার আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যের বিভিন্ন এলাকায় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তেমনই একটি ক্যাম্পে শনিবার রাতে গুলি চলে।

পুলিশ সূত্রে খবর, যখন গুলি চালানো হয়, তখন জওয়ানরা কেউ কর্তব্যরত ছিলেন না। কোনও বিষয়কে কেন্দ্র করে তাঁদের কয়েক জনের মধ্যে ঝামেলা হয়। সেই থেকেই গুলি চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *