নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ রাজ্যের মৎস্যচাষিদের আধুনিক পদ্ধতিতে মৎস্যচাষে দক্ষ করে তোলা হচ্ছে৷ মাছের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার অগ্রাধিকার দিয়েছে৷ যাতে রাজ্যে মাছের চাহিদা রাজ্যে উৎপাদিত মাছের দ্বারাই পূরণ করা সম্ভব হয়৷ আজ অমরপুর মহকুমার অম্পি ব্লকের ছেছুয়া বাজারে মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন করে মৎস্যমন্ত্রী প্রেম কুমার রিয়াং একথা বলেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক সিন্ধচন্দ্র জমাতিয়া, মৎস্য দপ্তরের অধিকর্তা মোসলেমউদ্দীন আহমেদ, অমরপুর মহকুমার মহকুমা শাসক অসিত কুমার দাস, গোমতী জেলার মৎস্য দপ্তরের উপধিকর্তা সুুজিত দাস প্রমুখ৷ অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী বলেন, রাজ্যে মাথাপিছু মাছের চাহিদা পূরণ করার জন্য সরকার কাজ করছে৷ মৎস্যচাষিদের বিভিন্ন প্রকল্পে সহায়তা দেওয়া হচ্ছে৷ এই মৎস্য জ্ঞানার্জন কেন্দ্র মৎস্যচাষিদের উন্নত প্রথায় মৎস্যচাষে উৎসাহ দেবে৷ অনুষ্ঠানে বিধায়ক রি’ত দাস বলেন, বর্তমান সরকার উন্নয়ন কর্মসূচি রূপায়ণে দলমত নির্বিশেষে সকল অংশের মানুষের কল্যাণে কাজ করছে৷ বিধায়ক সিন্ধচন্দ্র জমাতিয়া বলেন, সরকার রাজ্যকে মৎস্যচাষে স্বনির্ভর করে তুলতে উদ্যোগ নিয়েছে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য দপ্তরের অধিকর্তা মোসলেমউদ্দীন আহমেদ৷ উল্লেখ্য, এই মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ৫২ লক্ষ টাকা৷
2022-11-26