‘দলবদলু’ প্রসঙ্গে নিজের সঙ্গে মমতার তুলনা মিঠুনের

কলকাতা, ২৬ নভেম্বর (হি. স.) : দলবদলু প্রসঙ্গে নিজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানলেন মিঠুন চক্রবর্তী। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশে তির্যক মন্তব্য মিঠুনবাবুর।

শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরকমই প্রতিক্রিয়া বলিউড তারকার। আপনি বারবার দল পরিবর্তন করেন, বামপন্থীরা এই কথা বলছে। সাংবাদিকদের এহেন প্রশ্নের জবাবে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেন, “আমার রাজনৈতিক গুরু মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন কায়দায় আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ফলোয়ার। আমার রাজনৈতিক গুরু হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি যা করেছেন আমিও তাই করেছি।

মিঠুনবাবু বলেন, “একটু বিস্তারিত আকারে জানাচ্ছি। উনি আগে কংগ্রেস ছিলেন, আমিও কংগ্রেস করতাম। আমি ছাত্র পরিষদের হয়ে কলেজ নির্বাচনে নয় জনের সঙ্গে লড়ে সিট জিতে এসেছি। তারপর আমি যে আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলাম মুখে নাম করছি না তার সঙ্গে উনি যুক্ত ছিলেন, আমিও ছিলাম এবং সিপিএমকে হারাবার জন্য তাদের সঙ্গে উনি হাত মিলিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ-র সঙ্গে ১০ বছর ছিলেন, আর আজ আমি বিজেপি তে আছি। দেখুন মিলছে না, উনি হলেন আমার রাজনৈতিক গুরু।”