নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): অনেক বেশি প্রত্যাশা নিয়ে গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে। সংবিধান দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সুপ্রিম কোর্টে সংবিধান দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে গোটা বিশ্বের চোখ ভারতের দিকে। ভারতের দ্রুত উন্নয়ন, দ্রুত ক্রমবর্ধনশীল অর্থনীতি এবং ভারতের শক্তিশালী বৈশ্বিক ভাবমূর্তি, বিশ্ব আমাদের দিকে অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে।” প্রধানমন্ত্রী বলেছেন, “ভারতের সামনে নতুন সুযোগ আসছে, সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। এখন থেকে এক সপ্তাহ পরে, ভারত জি-২০ সভাপতিত্ব পাবে। এটা বড়! টিম ইন্ডিয়া হিসাবে, আমাদের সকলের উচিত বিশ্বের সামনে ভারতের মর্যাদা বৃদ্ধি করা এবং অবদান তুলে ধরা। এটা আমাদের সম্মিলিত দায়িত্ব।”
প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “জনসমর্থক নীতির জোরে, আমরা সরলীকৃত আইন দিয়ে দরিদ্র, প্রান্তিক এবং মহিলাদের ক্ষমতায়ন করছি।…’আমরা জনগণ’ এমন একটি অঙ্গীকার ও বিশ্বাস যা ভারতকে গণতন্ত্রের জননীতে পরিণত করেছে। ভারতীয় বিচারব্যবস্থার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, সময়োপযোগী ন্যায়বিচারের জন্য আমাদের বিচার বিভাগ অনেক পদক্ষেপ নিচ্ছে। আজ সূচনা হওয়া ই-উদ্যোগ সবার জন্য ন্যায়বিচারের সহজতা নিশ্চিত করবে। যুব সমাজের কাছে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, তরুণ প্রজন্মকে অবশ্যই সংবিধান নিয়ে বিতর্ক ও আলোচনায় অংশ নিতে হবে; এইভাবে আমাদের যুব সমাজ সচেতন হবে কীভাবে সংবিধান তৈরি হয়েছিল। এটা ভারতকে শক্তিশালী করবে।”
২৬/১১ মুম্বই হামলার স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী বলেছেন, “মুম্বইয়ে সন্ত্রাসী হামলার আজ বার্ষিকী। ১৪ বছর আগে যখন ভারত নিজস্ব সংবিধান এবং নাগরিকদের অধিকার উদযাপন করছিল, মানবতার শত্রুরা ভারতে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা চালিয়েছিল। যারা হামলায় প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই।” প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠান থেকে জেলা আদালতের জন্য ভার্চুয়াল জাস্টিস ক্লক, জাস্টিস মোবাইল অ্যাপ ২.০, ডিজিটাল কোর্ট, এস৩ডাব্লিউএএসএস ওয়েবসাইট চালু করেছেন প্রধানমন্ত্রী।