নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে প্রথম বারের মতো রাজ্যে শুরু হল দুইদিন ব্যাপী আঞ্চলিক কর্মশালা৷ কর্মশালার সুচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে শুক্রবার থেকে রাজধানীর এক বেসরকারি হোটেলে শুরু হয়েছে দুই দিন ব্যাপী আঞ্চলিক কর্মশালা৷ কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও আইন বিধি নিয়ে এই কর্মশালায় আলোচনা হবে৷ দুইদিন ব্যাপী কর্মশালার সুচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী ভগবান চন্দ্র দাস, মন্ত্রী সান্তনা চাকমা, মন্ত্রী রাম প্রসাদ পাল, রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা সহ অন্যান্যরা৷ এইদিন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রকের অধিন রাজ্যে কি কি প্রকল্প চালু রয়েছে তা তুলে ধরেন৷ পাশাপাশি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন সিনিয়র সিটিজেনদের জন্য কি কি প্রকল্প চালু রয়েছে তা তুলে ধরেন৷ অপরদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এক সাক্ষাৎকারে জানান উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলি ছোট হলেও এই রাজ্যগুলিকে সম্মান জানান প্রধানমন্ত্রী৷ যার জলন্ত উদাহরণ এইদিনের আঞ্চলিক কর্মশালা৷ এই প্রথম ত্রিপুরা রাজ্যে দুইদিন ব্যাপী আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে৷ দুইদিন ব্যাপী এই কর্মশালা ফলপ্রসূ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি৷ দুইদিন ব্যাপী এই আঞ্চলিক কর্মশালায় দেশের ১৬ টি রাজ্য থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে৷
2022-11-25

