করিমগঞ্জ (অসম), ২৪ নভেম্বর (হি.স.) : বিভিন্ন কার্যসূচির মাধ্যমে মহাবীর লাচিত বরফুকনের ৪০০-তম জন্মজয়ন্তী উদযাপন করেছেন করিমগঞ্জ জেলা বিজেপি যুবমোর্চার কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার করিমগঞ্জ শহরের শম্ভুসাগর পার্কে বীর লাচিত বরফুকনের জীবনী নিয়ে এক স্ট্রিট-প্ল্যা নাটক মঞ্চস্থ করা হয়েছে করিমগঞ্জ জেলা বিজেপি যুবমোর্চার পক্ষ থেকে।
আবার আজ বিকেলে করিমগঞ্জ জেলা বিজেপি কার্যালয়ে ৪০০টি প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন করিমগঞ্জ জেলা বিজেপি যুবমোর্চার কার্যকর্তারা।