ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর।। আজ থেকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে দীপঙ্কর ভাটনগর-রা। ১ ডিসেম্বর থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেট। ওই আসর শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতেই প্রস্তুতি ম্যাচের আযোজন। বুধবার শেষ হওয়া দুদিনর প্রস্তুতি ম্যাচে সুরাট ক্রিকেট আকাদেমির বিরুদ্ধে লিড নিয়েছিলো ত্রিপুরা। এবার হবে তিন দিনের ম্যাচ। আজ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে ত্রিপুরা সুরাট আকাদেমির বিরুদ্ধে। এদিন ম্যাচের আগে হালকা অনুশীলন সেরে নেয় ত্রিপুরার ক্রিকেটাররা। ঘরের মাঠে দুরন্ত ব্যাট করে শতরান করলেও সুরাটে প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি ত্রিপুরার অধিনায়ক। তাই কিছুটা দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। তবে টিম ম্যানেজমেন্ট বিশ্বাস করেন, সঠিক সময়েই জ্বলে উঠবে দলনায়ক দীপঙ্কর ভাটনাগরের ব্যাট।
2022-11-24