কোচবিহার ট্রফি : শেষ দুটি ম্যাচের জন্য রাজ্যদল অপরিবর্তিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর।। কোচবিহার ট্রফি ক্রিকেটের শেষ দুটি ম্যাচের জন্য রাজ্য দল অপরিবর্তিত রাখা হয়েছে।কোচবিহার ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ এর অনূর্ধ্ব ১৯ খেলায় ত্রিপুরা প্রথম তিনটি ম্যাচ খেলে নিয়েছে যথাক্রমে চন্ডিগড় বেঙ্গল ও মিজোরামের বিরুদ্ধে। চতুর্থ ম্যাচটি হবে ২৬ থেকে ২৯ নভেম্বর, নরসিংগড়ে্য পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। পঞ্চম ম্যাচ অর্থাৎ গ্রুপ লিগের শেষ ম্যাচ তামিলনাড়ুর বিরুদ্ধে, খেলা তামিলনাড়ুর তিরুনেল ভ্যালিতে ৩ থেকে ৬ ডিসেম্বর। এই ২টি ম্যাচের জন্য ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সিলেকশন কমিটির সুপারিশ ক্রমে সচিব তাপস ঘোষ ২০ সদস্য বিশিষ্ট ত্রিপুরা দলের খেলোয়াড়দের নাম হিসেবে পুরানো তালিকা-ই ঘোষণা করেছেন। প্রথম ম্যাচে চন্ডিগড়ের কাছে ৮ উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচে বাংলার বিরুদ্ধে ত্রিপুরা ড্র করেছিল। তবে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ত্রিপুরা ৩ পয়েন্ট পেয়েছে। তৃতীয় ম্যাচে ত্রিপুরা অবশ্যই মিজোরামকে ইনিংস সহ ৬৯ রানে পরাজিত করে বোনাস সহ পুরো ৭ পয়েন্ট পেয়েছে। স্বাভাবিক কারণেই শেষ দুটি ম্যাচের জন্য রাজ্য দল অপরিবর্তিত রাখা হয়েছে। রাজ্য দলটি হল আনন্দ ভৌমিক (অধিনায়ক), নবারুণ চক্রবর্তী (সহ অধিনায়ক ও উইকেট রক্ষক), অরিজিৎ দেবনাথ, আরমান হোসেন, দ্বীপজয় দেব (উইকেট রক্ষক), দুর্লভ রায়, অর্কজিৎ দাস, সপ্তজিৎ দাস, রোহন বিশ্বাস, দীপ্তনু চক্রবর্তী, প্রীতম দাস, অর্কধ্যুতি দেব, করণ দে, রিব্রজিত দাস, দেবরাজ দে, দিপায়ন দাস, রাজদীপ দত্ত, আব্দুল কালাম, সম্রাট বিশ্বাস ও তথাগত চক্রবর্তী। সাপোর্ট স্টাফ হিসেবে রয়েছেন টিম ম্যানেজার পিকলু রায়, চীফ কোচ গৌতম সোম, অ্যাসিস্ট্যান্ট কোচ সুবল চৌধুরী, ফিজিও রাজন চৌধুরী, ট্রেনার উত্তম দে, ভিডিও অ্যানালিস্ট শুভেন্দু ভট্টাচার্য্য। খেলোয়াররা যথারীতি আজ সকাল ৯টায় নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে রিপোর্ট করেছে। আগামী ২৬ নভেম্বর থেকে গুজরাট ম্যাচ শুরু। কোচের তত্ত্বাবধানে খেলোয়াড়রা যথারীতি প্রস্তুতিও শুরু করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *