নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): একেবারে আইনজীবীর বেশে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দিয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় বৃহস্পতিবার সকালে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দিয়েছেন অভিনেত্রী জ্যাকলিন। যদিও, মামলার শুনানি আগামী ১২ ডিসেম্বর অবধি পিছিয়ে দিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট।
সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং সংক্রান্ত মামলায় অভিযোগের পরবর্তী শুনানি হবে আগামী ১২ ডিসেম্বর। প্রসঙ্গত, এর আগে ১৫ নভেম্বর বড়সড় স্বস্তি পেয়েছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড ও সমপরিমাণ সিউরিটিতে জ্যাকলিন ফার্নান্ডেজকে জামিন দিয়েছে আদালত।