শ্রীনগর, ২০ নভেম্বর (হি.স.) : রবিবার শ্রীনগরের শালতেং এলাকায় অস্ত্রের বড় চালানসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী।
কাশ্মীর জোন পুলিশ একটি টুইটে জানিয়েছে যে যৌথ অভিযানে তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, শ্রীনগরের উপকণ্ঠ থেকে সেনাবাহিনীর ২ আরআর এবং শ্রীনগর পুলিশ গ্রেফতার করা তিন সন্ত্রাসীর কাছ থেকে তিনটি একে রাইফেল, দুটি পিস্তল, নয়টি ম্যাগাজিন এবং দুইশত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।