ধলাই (অসম), ২০ নভেম্বর (হি.স.) : অসম-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত অতিক্রম করে বরাক উপত্যকার কাছাড়ে প্রবেশের পথে পুলিশ বাজেয়াপ্ত করেছে বিপুল পরিমাণের বিদেশি সিগারেট। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারীকে।
জানা গেছে, শনিবার রাতে লায়লাপুর পুলিশের পেট্রোল পোস্টের কাছে এনএল ০১ এসি ২৬৫৯ নম্বরের একটি লরিতে তালাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে ৪৫ কার্টুন বিদেশি সিগারেট। পুলিশ জানিয়েছে, মিজোরাম থেকে আগত লরিতে পুলিশের নাকা চেকিঙের দল ওই লরিতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ক্যুরিয়ারের মাধ্যমে পাচারকৃত বিদেশি সিগারেট ভরতি কার্টুনগুলি বাজেয়াপ্ত করেছে। লরিটিকে জব্দ করা হয় পুলিশের পক্ষ থেকে।
এদিকে অবৈধভাবে বিদেশি সিগরেট পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে লরি চালক কাছাড় জেলার সোনাই এলাকার বাসিন্দা জনৈক রোস্তম আলি লস্কর (৪৫) এবং একই জেলার মেহেরপুর এলাকার বাসিন্দা সহ-চালক জনৈক মিলল উদ্দিন লস্কর (৩০)-কে।
আজ রবিবার প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে ধলাই পুলিশ ধৃতদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।