বুলধানা, ১৯ নভেম্বর (হি.স.): কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় এবার সামিল নারী শক্তি। শনিবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তীতে রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় পা মেলাল নারী শক্তি। শনিবার ৭৩-দিনে পড়ল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা, এদিন সকালে মহারাষ্ট্রের বুলধানা থেকে শুরু হয় পদযাত্রা। বহু মহিলারা এদিন পদযাত্রায় পা মেলান।
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে এদিন সকালে ভারত জোড়ো যাত্রার সূচনা করেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতা ও কর্মীরা তো ছিলেনই, পদযাত্রায় অংশ নেন বহু মহিলারা। তাঁরাও রাহুল গান্ধীর সঙ্গে হাঁটতে থাকেন। এদিনও রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ভিড়ের দিকে হাত নাড়তে নাড়তে এগিয়ে যেতে থাকেন রাহুল গান্ধী, স্থানীয়দের দুঃখ ও কষ্টের কথা শোনেন তিনি। গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল এই পদযাত্রা, শনিবার তা ৭৩ তম দিনে পড়ল।

