নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ ছিনাইহানি থেকে পিস্তল সহ আটক ২ জন৷ ধৃত দুজনের নাম সন্দীপ কর ও প্রানতোষ দাস৷ পশ্চিম থানার পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে৷
রাজ্যে আর কয়েক মাস বাদেই বিধানসভা নির্বাচন৷ কিন্তু এরই মধ্যে পুলিশ পিস্তল সহ আটক করেছে দুই যুবককে৷ অভিযুক্ত দুই যুবককে পুলিশ ছিনাইহানি থেকে আটক করতে সক্ষম হয়েছে৷ পরবর্তী সময়ে পশ্চিম থানায় সদর জেলা পুলিশ আধিকারিক সাংবাদিক সম্মেলন করে জানান, কয়েকদিন আগে নতুন নগর এলাকায় গুলি কান্ড সংগঠিত হয়েছিল৷ এই ঘটনাটি সংঘটিত হওয়ার পর পুলিশ দুজনকে জালে তুলতে সক্ষম হয়৷ কিন্তু বাকি অভিযুক্তরা পলাতক ছিল৷ কিন্তু বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরে পুলিশের একটি টিম ছিনাইহানি শ্মশানের কালী মন্দিরে পাশ থেকে দুজনকে আটক করে৷ তাদের মধ্যে একজন হল সন্দীপ কর এবং অপর অভিযুক্ত প্রাণতোষ দাস৷ সন্দীপ করের বাড়ি উষা বাজার ছিনাইহানি এলাকায় এবং অপর অভিযুক্ত প্রাণতোষ দাসের বাড়ি একই এলাকায়৷ প্রাণতোষের কাছ থেকে উদ্ধার হয়েছে পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলি৷ মূলত নিগো বানিজ্যকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ চলছিল৷ এর জেরেই এই গুলির চালানোর ঘটনা ঘটে৷ উদ্ধার করা পিস্তল , ম্যাগজিন ও বুলেট ফরেনসিক ল্যাবে পাঠানো হবে৷ এই গুলি সেদিন ব্যবহার করা হয়েছিল কিনা তা যাচাই করতে৷ ঘটনার তদন্ত চলছে৷
2022-11-18

