কলকাতা, ১৮ নভেম্বর (হি. স.) : শুক্রবার ৬ দফা দাবীতে রাজ্য জুড়ে ১৭ টি জেলায় দুপুরে এক ঘন্টা সড়ক অবরোধ ও রেল ষ্টেশনে প্রতিবাদ জানায় অল বেঙ্গল চিট ফাণ্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বিক্ষোভ হয় ৫১ টি জায়গায়।
সংগঠনের এক প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে,২০১৯ সালে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতো টাকা ফেরতের সময় অবিলম্বে ঘোষনা, এজেন্টদের নিরাপত্তা, সি বিআই, ইডি, ই ও ডাব্লু র ২০১৪ সাল থেকে তদন্তে গতি বৃদ্ধি, অবিলম্বে স্ট্যাটাস পেপার প্রকাশ ও হাইকোর্ট গঠিত বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার কমিটির কাছে ও রাজ্য সরকারের কাছে গচ্ছিত অর্থ অবিলম্বে বিলি করা—এগুলোর দাবিতেই হয় এদিনের বিক্ষোভ।
সংগঠনের রাজ্য সভাপতি রূপম চৌধুরী বলেন, “কিছু জেলায় পুলিশ প্রশাসনের সাথে সামান্য সংঘর্ষ হয়েছে। প্রতিটি জায়গার অবরোধে শত শত ক্ষতিগ্রস্ত আমানতকারী ও এজেন্ট অংশ নিয়েছেন।