অসমের নলবাড়িতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় হত ছয়, গুরুতর ঘায়েল তিন

নলবাড়ি (অসম), ১৭ নভেম্বর (হি.স.) : গোটা নলবাড়ি ও হাউলি যখন রাস মহোৎসবে মাতাল, তখনই পৃথক দুই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর পাশাপাশি গুরুতরভাবে আহত হয়ে চিকিৎসাধীন তিনজন। দুটি ঘটনাই আজ বৃহস্পতিবার ভোরে নলবাড়ির বানেকুচি এবং ঘগ্রাপাড়ে জাতীয় সড়কে সংঘটিত হয়েছে।

ভয়ংকর সড়ক দুৰ্ঘটনায় নিহতদের যথাক্ৰমে হাজো দলৈটোলার জাইদুর রহমান, মঙ্গলদৈয়ের অজিত চলিহা, রঙিয়ার কেকেরুকুচির প্ৰণব শালৈ এবং উৎপল শালৈ এবং গাড়িচালক সোনাপুরের শংকর দাস বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া গুরুতরভাবে আহত ঘগ্ৰাপাড়ের ইয়াজুল রহমানকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরেক আহত বিজয়নগরের অভিজিত কলিতাকে নলবাড়ির শহিদ মুকুন্দ কাকতি অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। এদিকে গাড়ির পেছনের আসনের যাত্রী বড়িহাটের সীমান্ত গৌড় সৌভাগ্যক্ৰমে বিশেষ কিছু হয়নি, বেঁচে গিয়েছেন।

রাস মহোৎসবের আনন্দ উপভোগ করতে আজারার লাইফসেভ হাসপাতালে কৰ্মরত আটজন যুবক এএস ০১ বিজি ৫৯৯৫ নম্বরের একটি আৰ্টিগা গাড়িতে করে গিয়েছিলেন হাউলি। রাস থেকে ভোরের দিকে তাঁরা স্বগৃহের উদ্দেশ্যে আসছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আটজনের মধ্যে পাঁচজনকে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করতে হয়েছে। নলবাড়ির বানেকুচি এলাকায় বুঢ়াদিয়া নদীর ওপর সেতুর রেলিঙে দুরন্ত আর্টিগা গিয়ে ধাক্কা মারার ফলে সংঘটিত হয়ে ভয়ংকর দুৰ্ঘটনাটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের।

এদিকে চূর্ণবিচূর্ণ গাড়ির চাপায় আর্ত চিৎকার করছিলেন দুজন। সে সময় কতিপয় পথচারী চিৎকার শুনে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথ তাঁরাও মৃত্যুবরণ করেন। দুৰ্ঘটনাটি এতটাই ভয়ংকর ছিল যে, গাড়ির ভিতর থেকে যুবকদের জেসিবির সাহায্যে উদ্ধার করতে হয়েছেছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতর থেকে সৌভাগ্যক্রমে আহত অবস্থায় প্রাণ রক্ষা হয় সীমান্ত গৌড় নামের বড়িহাটের এক যুবক।

দুর্ঘটনার বৰ্ণনা করতে গিয়ে তিনি বলেন, সেতুর ওপর রেলিঙে ধাক্কার ফলে বিকট শব্দ শুনে তিনি চমকে যান। দেখেন গাড়িটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। অক্সিজেনের অভাবে তিনি কিছুক্ষণ স্বাস-প্রশ্বাস নিতে পারছিলেন না।

পুলিশ জানিয়েছে, দুৰ্ঘটনার প্ৰকৃত কারণ এখও জানা যায়নি। তবে চালকের ঘুম ধরা এবং ঘন কুয়াশার ফলে হয়তে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে।

অন্যদিকে ঘগ্ৰাপাড়েও আজ ভোরে সংঘটিত হয়েছে শোকাবহ সড়ক দুৰ্ঘটনা। ঘগ্ৰাপাড়ের কাটুরিয়া এলাকায় জাতীয় সড়কে এএস ০৪ আর ৪৩২২ নম্বরের একটি সুইফট ডিজায়ার দুৰ্ঘটনার শিকার হয়েছে। ওই গাড়িতে ছিলেন গুয়াহাটির জনৈক দ্বিজেন কলিতার দুই মেয়ে করিস্মিতা কলিতা এবং সুস্মিতা কলিতা। দুর্ঘটনায় করিস্মিতার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সুস্মিতা কলিতা এবং ভাস্কর কলিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *