নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ চুরি যাওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের মালিকদের হাতে তুলে দিল কৈলাশহর থানার পুলিশ৷ ২০২১ সালে এবং ২০২২ সালে কৈলাসহ মহকুমা থেকে তিন ব্যক্তির চারটি মোবাইল হারিয়ে গিয়েছিল৷ উক্ত বিষয় নিয়ে কৈলাসহর থানাতে জিডি এন্িন্ট করেছিল হারিয়ে যাওয়া মোবাইলের মালিকরা৷ কৈলাসহর থানার এসআই মৃনাল পাল উক্ত বিষয়টির তদন্ত শুরু করেন এবং উনি সাফল্য পান৷ হারিয়ে যাওয়া তিন ব্যক্তির ৪টি মোবাইল উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দেন৷ উনার এই ধরনের ভূমিকা দেখে খুবই খুশি মোবাইল মালিকরা সহ গোটা কৈলাশহরবাসী৷ অন্যদিকে সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে কৈলাসহর থানার ওসি বিজয় কৃষ্ণ দাস বলেন এসআই মৃণাল পালের প্রচেষ্টা এবং সাইবার ক্রাইমকে কাজে লাগিয়ে এই সাফল্য পাওয়া গেছে৷ আগামী দিনেও এধরনের অভিযান জারী থাকবে বলে জানান কৈলাসহর থানার ওসি বিজয় কৃষ্ণ দাস৷
2022-11-16