মিজোরাম : ইচ্ছাকৃতভাবে ট্যাংকারে অগ্নিসংযোগের অভিযোগে গ্ৰেফতার এক

২৯ অক্টোবরের ঘটনায় ১১ জনের প্রাণহানি এবং সাতজন চিকিৎসাধীন

আইজল১৬ নভেম্বর (হি.স.) : মিজোরামের চাম্পাই জেলার তুইরিয়াল এয়ারফিল্ডের কাছে ইচ্ছাকৃতভাবে ২২ হাজার লিটার পরিবাহী ট্যাংকারে অগ্নিসংযোগের অভিযোগে আজ বুধবার এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। ২৯ অক্টোবর সংগঠিত ওই ঘটনায় ১১ জনের প্রাণহানি হয়েছে এবং আহত সাতজন এখনও চিকিৎসাধীন।

রাজ্য পুলিশের এক রিপোর্টে বলা হয়েছে, ২২,০০০ লিটার পেট্রোল পরিবীহী একটি ট্যাংকার চাম্পাই জেলায় পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু তুইরিয়াল এয়ারফিল্ডের কাছে প্রধান সড়কে একটি কচ্ছপকে রক্ষা করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয় ট্যাংকারটি। কিন্তু ওইদিনই বিকাল ৫:৫০ মিনিটে পেট্রোল পরিবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। যার ফলে ঘটনাস্থলে চারজন দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন এবং ১৭ জন আহত হয়েছিলেন। পরবর্তীতে হাসপাতালে আরও সাতজনের মৃত্যু হয়।

আগুন লাগার পর আশপাশের বহু মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে ট্যাংকার থেকে প্লাস্টিকের ক্যানে করে পেট্রোল সংগ্রহ করতে শুরু করে। ইত্যবসরে আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য সংলগ্ন বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া ঘটনার খবর পেয়ে পুলিশ দুর্যোগ মোকাবিলার অগ্নিনির্বাপক ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, পরবর্তীতে ফরেনসিক আধিকারিকদের সাহায্যে ঘটনাস্থলের নিখুঁত পরিদর্শন করা হয়। দেখা গেছে, চালকের বেপরোয়া চালানোর ফলে ট্যাংকারটি দুর্ঘটনার শিকার হয়েছিল। দুর্ঘটনাগ্রস্ত ট্যাংকার থেকে নির্গত পেট্রোল সংগ্রহ করতে কেউ অগ্নিসংযোগ বা ধূমপান করছিল। এতে অত্যন্ত দাহ্য পেট্রোলে আগুন ধরে যায়। যার ফলে দুর্ভাগ্যজনকভাবে মর্মান্তিক দুর্ঘটনায় মূল্যবান মানবজীবনের ক্ষতি ও গুরুতর দগ্ধ হয়েছেন কয়েকজন।

ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে পুলিশ জানতে পারে, সেদিন এক ব্যক্তিকে ট্যাংকারের কাছে রাস্তার মাঝখানে একটি লাইটার জ্বালিয়ে তুইরিয়ালের দিকে পালিয়ে যেতে দেখেছেন কয়েকজন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তুয়ারিয়ালের জনৈক লালরেমলিয়ানা (এল)-এর ছেলে টিবিসি লালাওমাওমা (২৮)-কেআটক করে পুলিশ নিজেদের হেফাজতে নেয়। নিরন্তর জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তার অপরাধ স্বীকার করে নাকি বলেছে, দুর্ঘটনাগ্রস্ত ট্যাংকার থেকে ছিটকে যাওয়া পেট্রোল সংগ্রহ করতে গিয়েছিল সে। তবে পেট্রোল সংগ্রহে প্রচুর ভিড় থাকায় এবং বিশৃঙ্খলার ফলে সে পর্যাপ্ত পেট্রোল নিতে পারেনি। তাই তাতে আগুন লাগিয়ে দিয়েছিল। তার স্বীকারোক্তির ভিত্তিতে বাওংকাওঁ থানায় ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ২৭৯/২৮৫/৩০৪এ/৩৩৬/৩৩৭/৩৩৮/৪৩৫ ধারায় ৮১০/২২ নম্বরে মামলা রুজু করা হয়েছে। তবে তদন্ত চলছে বলে পুলিশ রিপোর্টে দাবি করা হয়েছে।