ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর।। ত্রিপুরার বিস্ময় বালিকা অর্শিয়ার মুকুটে আরও একটি রঙিন পালকের সংযোজন ঘটেছে। শিশু দিবস উদযাপন উপলক্ষে তামিলনাড়ুর চেন্নাইয়ে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথির আসন অলংকৃত করেছে। সেখানকার অ্যাপোলো প্রোটন ক্যান্সার হসপিটালে ঐতিহ্যবাহী শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে হসপিটালে চিকিৎসাধীন ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে সাক্ষাৎকার দেয়। পাশাপাশি তাদের হাতে বেশ কয়েকটা দাবার বোর্ডও তুলে দেয়, পরবর্তী সময়ে খেলার জন্য। এ ধরনের তাৎপর্যপূর্ণ বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে এবং অংশগ্রহণ করতে পেরে অর্শিয়া ভীষণভাবে আনন্দিত এবং গর্ববোধ করার পাশাপাশি উদ্যোক্তাদের ধন্যবাদ জানায়।
2022-11-14